প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০
লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাতুল বিদার নামাজ সম্পন্ন হয়েছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে আশেপাশের জেলা, উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এ মসজিদে নামাজ আদায় করতে আসেন এদিন। সকাল ১১টার মধ্যেই বিশাল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা মুসল্লিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ, আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন, জামেয়া আহমাদীয়া কওমী মাদ্রাসা ভবন, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক, প্রাইম ব্যাংক ভবন, পৌরসভা মার্কেট, রজনীগদ্ধা মার্কেট, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সড়কের পাশে বেশ ক’টি অস্থায়ী ওজুখানা তৈরি করে। জুমার নামাজের আজানের পর বয়ান পেশ করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
দুপুর ১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে স্টেশন রোডের সম্মুখ থেকে শুরু করে পূর্ব বাজারস্থ বড় ব্রীজ পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার ছড়িয়ে পড়ে। এ সময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বৃহৎ এ জামায়াতে হাজীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ থানা প্রশাসন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, হাজীগঞ্জ ফোরাম, হাজীগঞ্জ সবুজ সংঘ, হাজীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, হাজীগঞ্জ রোটারী ক্লাব, হাজীগঞ্জ প্রেসকাব, হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, নিরাপদ সড়ক চাই হাজীগঞ্জ উপজেলা শাখা, আহমাদিয়া কামিল মাদ্রাসা, আহমাদিয়া কাওমী মাদ্রাসা, আহমাদিয়া ফাউন্ডেশন, সবুজ ডেকোরেটর, সুজন ডেকোরেটর, সামাজিক সংগঠন প্রচেষ্টা, সামাজিক সংগঠন প্রভাত, হাজীগঞ্জ শিক্ষা কল্যাণ ট্রাস্ট সহযোগিতা করে।