প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০
জমিতে ধান কাটার সময় বিষাক্ত সাপের কামড়ে মোঃ সোহাগ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গতকাল দুপুরের কিছু পরে হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের দিকচাইল গ্রামের কৃষি মাঠে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
সাপের কামড়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা জানান, হাসপাতালে ওই রোগীকে নিয়ে আসার পর পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব চাঁদপুর কণ্ঠকে জানান, এদিন শ্রমিকদের সাথে ধান কাটেন মোঃ সোহাগ হোসেন। বিকেলে ধানকাটা অবস্থায় হঠাৎ করে তাঁকে বিষধর সাপে কামড় দেয়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।