বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের চিহ্নিত করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

জানা যায়, পুলিশের সাব ইন্সপেক্টর মানিক মজুমদারের স্ত্রী অনিতা রাণী ডায়াবেটিসজনিত কারণে বিগত দিনের ন্যায় গত ১৫ জুলাই বৃহস্পতিবার ভোরে কদমতলা এলাকায় হাঁটতে বের হন। এ সময় মোটরসাইকেলযোগে দু ছিনতাইকারী এসে অনিতা রাণীকে দেশীয় অস্ত্র দেখিয়ে গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানান ও ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেলযোগে ছিনতাই করা দুজনকে চিহ্নিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারী দু মোটরসাইকেল আরোহী জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এলাকার বাসিন্দা। শুধু তাই নয়, এই ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

পুলিশ শতভাগ নিশ্চিত হয়ে অভিযান চালায়। কিন্তু ঘটনার পর থেকে উভয় ছিনতাইকারী পলাতক থাকায় গ্রেফতার করতে পারছে না পুলিশ। তাদের গ্রেফতার সময়ের ব্যাপার বলেও জানায় পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন বড়ুয়ার সাথে কথা হলে তিনি বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের বিষয়ে সকল তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাদেরকে গ্রেফতার এখন সময়ের ব্যাপার।

এ ঘটনার দায়িত্বে থাকা নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইলের সাথে কথা হলে তিনি বলেন, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এদের আটক করতে পারবো। ইতিমধ্যে ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের অতীতের সকল রেকর্ড আমাদের পৌঁছেছে, গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়