প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ মার্চ সকাল সাড়ে ১০টায় আঃ করিম পাটওয়ারী সড়কস্থ উক্ত কলেজে অত্যন্ত মনোরম পরিবেশে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়া হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপ্রধানে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মানিক পোদ্দার ও বাংলা বিভাগের প্রভাষক শামিমা আক্তারের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, সাবেক জেলা শিক্ষা অফিসার আঃ জলিল মিয়া, কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, কলেজের উপাধ্যক্ষ হালিমা বিনতে কবির, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা সেলিম রেজা ও ইংরেজি বিষয়ের প্রভাষক নাছির উদ্দিন মোল্লা। প্রাণবন্ত এ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা পর্বশেষে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইজমা জাহান তুষী ও গীতা পাঠ করেন পূর্ণিমা রাণী। উদ্বোধনী সংগীতে অংশ নেন বাঁধন দাস, রিয়া আক্তার ও তার দল।
এ বছর স্কুল পর্যায়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির অনুমোদন পাওয়া যায়। তাই নতুনভাবে স্কুল এন্ড কলেজ পর্যায়ে এটির পথচলা শুরু হলো।
উল্লেখ্য, ২০১২ সালে চালুকৃত এটিই চাঁদপুরের প্রথম প্রাইভেট কলেজ।