প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ০০:০০
ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগে ভর্তিকৃত প্রায় ১২০০ শিক্ষার্থীর ওরিয়েন্টেশন ক্লাস ও পরিচিতি সভা কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে কলেজ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তোমাদের অভিভাবকদের প্রচেষ্টা, কলেজ কর্তৃপক্ষের উদ্যোগ এবং তোমাদের প্রচুর অধ্যবসায়ই তোমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।
তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুগত থেকে কঠোর পরিশ্রম করার জন্য আহ্বান জানান। শিক্ষার্থীদেরকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম-এর পক্ষ থেকেও নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্ল্যা। এ সময় শিক্ষকদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান সরকার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কৃষ্ণ দে, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বিলকিছ আরা বেগম, শিক্ষক প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস।
স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ গভর্নিং বডি, দাতা, প্রতিষ্ঠাতা সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের কালরাত্রে শহিদ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক ও আহ্বায়ক ইসলাম শিক্ষা বিভাগ আনম মফিজুর রহমান।