শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

মাজেদা বেগমের মৃত্যুতে হত্যা মামলা দায়ের

ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায়

মাজেদা বেগমের মৃত্যুতে হত্যা মামলা দায়ের
মাহবুব আলম লাভলু ॥

হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা সেই বৃদ্ধা মাজেদা বেগম (৭৫) ২০ ফেব্রুয়ারি রোববার সকালে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে নারগিস বেগমের (৫৫) বৃদ্ধা মা মাজেদা বেগমের (৭৫) উপর হামলা চালানো হয়। প্রতিপক্ষের হামলায় গুরতর আহত মাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে তার পরিবার। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিহত মাজেদা বেগমের ছেলে রামদাসপুর নিশানখোলা গ্রামের মোস্তফা মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুস্তাকিন সরকারসহ চারজনকে আসামী করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এ মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। সরকারপাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবত বিবাদ চলছে। এ বিষয়ে মামলা চলছে। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটে। মাজেদা বেগমের মৃত্যু হয়েছে ২০ ফেব্রুয়ারি রোববার।

মাজেদা বেগমের মৃত্যুর কারণ জানা যাবে তার ময়না তদন্তের রিপোর্টের পর। রিপোর্টে জানা যাবে মাজেদা বেগমকে হত্যা করা হয়েছে না কি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার নারগিস বেগমের মেয়ে ইতি চাঁদপুর কণ্ঠকে জানান, মুস্তাকিন সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। ঘটনার দিন মুস্তাকিন আমার মা ও নানীকে বেদম মারধর করে। তার এই মারধরের কারণে আমার নানী মারা গেছেন।

১২নং ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এ ঘটনার যেনো ন্যায় বিচার হয় তার জন্যে আমি সার্বিক সহযোগিতা করবো।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাজেদা বেগমের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলা নেয়া হয়েছে। পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ করছে। অভিযুক্তদের আটকের অভিযান চলছে।

২০ ফেব্রুয়ারি রোববার সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত মাজেদা বেগম (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নাসরিন বেগম ওই বাড়ির ইউনুস সরকারের স্ত্রী। নিহত মাজেদা বেগম আহত নাসরিন বেগমের মা। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দ্বিতীয় দফায় ওই যুবক তাদের উপর হামলা করে।

নিহতের স্বজনরা জানায়, একই বাড়ির মৃত রাজ্জাক সরকারের পুত্র মুস্তাকিন সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সালিস এবং চাঁদপুর আদালতেও তাদের একটি মামলা চলমান রয়েছে। ভুক্তভোগীরা জানান, প্রায় ৪/৫ বছর পূর্বে মুস্তাকিন সরকার তাদের বাড়ির জমিতে একটি বিল্ডিং নির্মাণ করেন। নির্মাণকৃত বিল্ডিংয়ের জমি আহতদের পরিবারের দাবি করায় মুস্তাকিন সরকার এলকার গণ্যমান্য ব্যক্তিসহ সকলের সম্মতিক্রমে সার্ভেয়ার দিয়ে বাড়িতে জমির মাপ আনেন এবং মাপ হওয়ার পর নির্মাণকৃত সে বিল্ডিং আহতদের জমির অংশতেই পড়ে বলে জানান। তখন তাদের জমি থেকে বিল্ডিং সরিয়ে নেয়ার কথা বললে ওই সময় মুস্তাকিন ও তার পরিবারের লোকজন একইভাবে তাদের উপর হামলা চালিয়ে মেরে রক্তাক্ত জখম করে বলে আহতরা জানিয়েছেন। এ নিয়ে ভুক্তভোগী পরিবার মোস্তাকিন সরকারের বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরেও ঘটনার দিন সকালে মোস্তাকিন সরকার বিরোধপূর্ণ এবং নির্মাণকৃত বিল্ডিংয়ের পাশের জমিতে মাটি কেটে এবং বেড়া দিয়ে জোরপূর্বক দখল করতে গেলে অসহায় বৃদ্ধা নাসরিন বেগম তাতে বাধা প্রদান করলে মুস্তাকিন সরকার দেশীয় অস্ত্র এবং হকিস্টিক দিয়ে বৃদ্ধাকে একা পেয়ে আঘাত করে গুরুতর আহত করেন বলে তাদের অভিযোগ। এ সময় আহত নাসরিন বেগমের মাতা বৃদ্ধা মাজেদা বেগম তার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে মুস্তাকিন ও তার স্ত্রী হোসনে আরা বেগম তাকেও মেরে গুরুতর আহত করেন। তারা জানান, মুস্তাকিন সরকার গং এলাকায় প্রভাবশালী হওয়ায় দফায় দফায় এরকম হামলার শিকার হয়ে তারা খুবই আতঙ্কের সাথে দিনযাপন করছেন। এ বিষয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়