প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
আজ বুধবার থেকে আড়াইশ’ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জীবন বাঁচাতে বিনামূল্যে (ফ্রি) অক্সিজেন সরবরাহ করবে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম।
তিনি জানান, আবুল খায়ের গ্রুপের লোকজনের সাথে তার কথা হয়েছে। হাসপাতালের নিচের একটি কক্ষে কোম্পানির লোকজন অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে বসে থাকবেন। যখন প্রয়োজন পড়বে এখান থেকে তারা হাসপাতালের রোগীকে অক্সিজেন সরবরাহ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোয় বেড়েছে অক্সিজেনের চাহিদা। করোনা রোগীদের বিনামূল্যে লিকুইড অক্সিজেন সহায়তা দেয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক এ শিল্পপ্রতিষ্ঠান। এরই মধ্যে ২০টি হাসপাতালে বিনামূল্যে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করে দিয়েছে প্রতিষ্ঠানটি। রোগীর অক্সিজেন শেষ হয়ে গেলে তারা পুনরায় সিলিন্ডার রিফিল করে দিবে।