প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
কোরবানির ঈদের কারণে শিথিল করা হয়েছে চলমান লকডাউন। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আজ বুধবার মধ্যরাত থেকে চাঁদপুরের লঞ্চ চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদী বন্দর, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম। যাত্রীবাহী নৌযান পরিচালনা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয় ১৪ জুলাই মধ্যরাত থেকে থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হলো। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।
এদিকে চাঁদপুর লঞ্চঘাট ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, সিডিউল অনুযায়ী ২২ থেকে ২৪টি লঞ্চ ঢাকা-চাঁদপুর রূটে এবং ১০ থেকে ১২টি লঞ্চ চাঁদপুর-নারায়ণগঞ্জ রূটে চলাচল করে। পবিত্র ঈদুল আযহা উদ্যাপন উপলক্ষে চলমান লকডাউন শিথিল করায় বুধবার মধ্যরাত থেকে যাত্রী পরিবহনে সিডিউল অনুযায়ী পুনরায় লঞ্চগুলোর চলাচল শুরু হবে।
এদিন প্রথম লঞ্চ হিসেবে রাত ১২টা ১৫ মিনিটে এমভি ময়ুর-৭ ও বৃহস্পতিবার ভোর ৬টায় এমভি রফরফ-৭ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে বলে এ দুটি লঞ্চের প্রতিনিধিরা জানিয়েছেন।