বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০

দুর্গম চরাঞ্চল থেকে চাঁদপুর শহরে চাল নিতে এসে জেলেদের ভোগান্তি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর ও হানারচর ইউনিয়নসহ আরো কিছু দুর্গম চরাঞ্চল এবং দূরবর্তী ইউনিয়ন থেকে চাল নেয়ার জন্যে চাঁদপুর শহরে এসেছেন জেলেরা। লকডাউনের মধ্যে শহরে আসতে যেমন তারা চরম ভোগান্তিতে পড়েছেন, তেমনি অনেক অর্থও ব্যয় হয়েছে। এ জন্যে ক্ষুব্ধ জেলেদের তোপের মুখে পড়েছেন ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যানরা তখন জেলেদের নানাভাবে শান্ত করেছেন। কাউকে কাউকে নগদ টাকা দিয়েও শান্ত করেছেন চেয়ারম্যানরা।

গতকাল মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের জেলেদের মাঝে জিআর-এর চাল (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সদর উপজেলার রাজরাজেশ্বর, ইব্রাহিমপুর, হানারচর, বালিয়া, চান্দ্রা, বাগাদীসহ আরো কয়েকটি ইউনিয়ন থেকে মোট দুশ’ জেলেকে চাঁদপুর শহরে এনে চাঁদপুর স্টেডিয়াম থেকে চাল দেয়া হয়। প্রত্যেককে সাত কেজি করে চাল দেয়া হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই চাল বিতরণ করেন। উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তাগণ। প্রতি ইউনিয়ন থেকে সর্বনিম্ন ২০ জন করে জেলেকে চাঁদপুর শহরে এনে এই চাল দেয়া হয়। জেলে অধ্যুষিত ইউনিয়ন থেকে বিশের অধিক জেলেকে দেয়া হয়। দেখা গেছে যে, এই চাল নিতে এসে জেলেরা অনেক ভোগান্তিতে পড়েছেন। একে তো লকডাউনের কারণে যানবাহনের সঙ্কট, তার উপর আবার দুর্গম চরাঞ্চল পাড়ি দিতে একেকজনের ২/৩ শ’ টাকা করে ব্যয় হয়েছে। এছাড়া আরো ভোগান্তি ছিল বড় স্টেশন থেকে শহরে আসতে। যে সব জেলে রাজরাজেশ্বর ও ইব্রাহিমপুর থেকে এসেছেন তারা বড় স্টেশন থেকে অটোবাইকে করে শহরে আসতে নিলে পথে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নামিয়ে দিয়েছে। এতো ভোগান্তি আর টাকা ব্যয় করে স্টেডিয়ামে গিয়ে যখন সাত কেজি করে চাল হাতে পেয়েছে, তখন জেলেরা চরম ক্ষুব্ধ হয়েছেন। তারা সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপর চরম ক্ষুব্ধ হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তখন চেয়ারম্যান তাদের কাউকে কাউকে নগদ টাকা দিয়ে সান্ত্বনা দেন। কয়েকজন জেলে এবং চেয়ারম্যান এই ক্ষোভের কথা এই প্রতিবেদককে জানান।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান এই প্রতিবেদকের কাছে জেলে ও চেয়ারম্যানদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা জানান। তিনি বলেন, চরাঞ্চলের জেলেদের চাঁদপুর শহরে আসতে যে অর্থ ব্যয় এবং ভোগান্তির বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের ভাবা দরকার ছিল। ভবিষ্যতে এ বিষয়গুলো আগে থেকেই ভাবার আহ্বান জানান এই জনপ্রতিনিধি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়