প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রমের স্মরণ সভায় বক্তাগণ
কার্তিক সাহার কর্মই তাকে স্মরণীয় করে রাখবে
চাঁদপুরের খ্যাতিমান ব্যবসায়ী দানশীল ব্যক্তিত্ব পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সংস্কারক প্রয়াত কার্তিক সাহার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কমিটি আয়োজিত স্মরণসভায় বক্তাগণ বলেন, প্রয়াত কার্তিক চন্দ্র সাহা ছিলেন একজন সমাজকর্মী ও দানশীল ব্যক্তি। নীরবে-নিভৃতে অনেক ভালো কাজ করেছেন। তার ভালো কর্মই তাকে স্মরণীয় করে রাখবে। সকলকেই একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে, আমরা কেউই অমর নয়। তবে কেউ কেউ মৃত্যুর পরেও স্মরণীয় হয়ে থাকেন তার কৃতকর্মের জন্য। প্রয়াত কার্তিক চন্দ্র সাহাও তেমনই একজন ভাগ্যবান ব্যক্তি, যিনি জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছেন। যার মৃত্যু সংবাদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তার বাড়িতে ছুটে এসেছেন এবং নীরবে তার জন্য চোখের জল ফেলেছেন। তিনি এভাবে কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবে তা আমরা কখনো ভাবিনি। মানুষ চলে গেলেই তার অভাব অনুভূত হয়। আজ আমরা অনুভব করতে পারছি প্রয়াত কার্তিক চন্দ্র সাহা আমাদের জন্য, সমাজের জন্য কতটুকু অপরিহার্য্য ছিলেন। আমরা একজন আপন মানুষকে হারালাম। বক্তারা প্রয়াত কার্তিক সাহা সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন, অনেক দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন। যার জন্য অসহায় মানুষের প্রতি তার একটা দরদী মন ছিল, তিনি প্রায়ই তার সন্তানদেরকে বলতেন জীবনে যা উপার্জন করবে তার অর্ধেক মালিক তোমরা আর বাকি অর্ধেক আত্মীয়-স্বজন ও অসহায় মানুষ। তাদেরকে বঞ্চিত করবে না। তার কথা তার পরিবার-পরিজন মেনে নিয়েছেন বলে আমরা বিশ^াস করি। মন্দির প্রতিষ্ঠা, সংস্কার, মানুষকে নীরবে-নিভৃতে দান করা থেকে শুরু করে কার্তিক সাহার কোনোকাজেই পরিবার-পরিজন বাধা হয়ে দাঁড়ায়নি বলেই তিনি এ সকল কাজগুলো করতে পেরেছেন। আমরা প্রয়াত কার্তিক সাহার আত্মার চির শান্তি কামনাপূর্বক তার শোকার্ত পরিবার যেনো ভালো থাকে সে আশাবাদ ব্যক্ত করছি। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়।
|আরো খবর
লোকনাথ মন্দির ও আশ্রমের সহ-সভাপতি প্রমোদ দাসের সভাপতিত্বে ও মন্দিরের সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিকের উপস্থাপনায় প্রয়াতের আত্মার শান্তি কামনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মালেক শেখ, জেলা পূজা পরিষদের সাবেক দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, লোকনাথ মন্দির ও আশ্রমের সাধারণ সম্পাদক দীপক রায়, নিতাইগঞ্জ দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সাহা (দুলাল), পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী, পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহ-সভাপতি প্রণব কুমার সাহা প্রমুখ।
শোকসভাকে কেন্দ্র করে শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কার্যকরী কমিটির সকল সদস্যসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন। তারা কৃতজ্ঞতা চিত্তে কার্তিক সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। প্রয়াতের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় পৌরোহিত্য করেন মন্দিরের কেদারনাথ চক্রবর্তী ও টুটুল ভট্টাচার্য। পরে প্রসাদ বিতরণ করা হয়।