শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮

স্পেন বিএনপির শোকসভা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেন বিএনপির শোকসভা

স্পেন বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম তাহেরের রুহের মাগফেরাত কামনায় এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে স্পেন বিএনপি'র সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সুহেল আহমেদ সামসু, সাধারণ সম্পাদক কাজী জসিম, বিএনপি নেতা হেমায়েত খান , মিল্টন ভূইয়া কচি , শিপার আহমদ, আসাদ আলী, আব্দুল মতিন, শহিদুল ইসলাম , জাহিদ হাসান, সাঈদ মিয়া, সোলেমান আহমদ, আব্দুল মজিদ সুজন, মানিক বেপারী, শামীম খান বিপ্লব, শাহ আলম প্রমুখ।

সভায় বক্তারা মোরশেদ আলম তাহেরের স্মৃতিচারণ করেন। মোরশেদ আলম তাহের বিএন পি'র নিবেদিত কর্মী এবং একজন ভালো সংগঠক ছিলেন বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।

সভায় মোরশেদ আলম তাহেরের জন্যে সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এদিকে মোরশেদ আলম তাহেরের মৃত্যুতে শোক বার্তা প্রেরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়