শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০১:২২

মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশন সম্প্রসারণের উদ্যোক্তা ইসমাইল হোসেনের মৃত্যুতে শোকসভা

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে সৎ সঙ্গ ফাউন্ডেশন সম্প্রসারণের উদ্যোক্তা ইসমাইল হোসেনের  মৃত্যুতে শোকসভা
মতলবে সৎ সঙ্গ ফাউন্ডেশন সম্প্রসারণের উদ্যোক্তা ইসমাইল হোসেনের মৃত্যুতে শোকসভায় অতিথিবৃন্দ

সৎ সঙ্গ ফাউন্ডেশন সম্প্রসারণের উদ্যোক্তা ও সিকোটেক্স এগ্রো লিমিটেডের কর্মচারী ইসমাইল হোসেনের মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর সুফী দরবারে আয়োজিত শোকসভায়

সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার কার্যকরী সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার। মোবাইল ফোনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও সৎ সঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা নও মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজি। আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক কবি সেলিম মিয়া, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক লোকমান হাবিব ও ষাটনল ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সৎ সঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

বক্তারা বলেন, সৎ সঙ্গ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মানবকল্যাণে কাজ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সততা ও ন্যায়পরায়ণতার সাথে সুনামের সাথে কাজ করে আসছে।

আজ মরহুম ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক সভার আয়োজন করা হয়েছে। তিনি সৎ সঙ্গের একজন নিবেদিতপ্রাণ সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি একজন সত্যিকারের মানবতা প্রেমিক ছিলেন। তার অভাব অপূরণীয়। আমরা তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ইসমাইল হোসেনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়