সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০

অসুস্থ ও অসহায় সাংবাদিকদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলার শীর্ষ দৈনিক ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার বলেছেন, যে কোনো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি সংবাদপত্র। আর সমাজের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সংবাদপত্র। এই মিডিয়ার বদৌলতে সমাজের ভালো-মন্দ সব ধরনের খবর অতি দ্রুত পৌঁছে যায় এদেশের আপামর জনতাসহ বিশ^বাসীর কাছে। এতে সরকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বুঝতে সহজ হয়। বিভিন্ন সমস্যার সমাধান করাসহ দেশের উন্নয়ন করতে সুবিধা হয়। অথচ এই সংবাদপত্রের নিবেদিতপ্রাণ কর্মীরাই সবচেয়ে বেশি অবহেলিত। বস্তুত মিডিয়ার কর্মী হিসেবে অধিকাংশ সাংবাদিকরা অত্যন্ত পরিশ্রম করে ঝুঁকি নিয়ে কাজ করছেন।

তিনি আরো বলেন, আজ অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে দ্বিধাহীন চিত্তে বলতে হয়, প্রকৃত ও যথার্থ সাংবাদিকদের খবর আজ আর কেউ রাখে না। তাঁরা সমাজে সেভাবে মূল্যায়িতও হচ্ছেন না। এছাড়া চাঁদপুর জেলার মাঠ চষে বেড়ানো এককালের স্থানীয় চারণ সাংবাদিকরা আজ সমাজের কুচক্রীদের ‘মাইনাস ফর্মুলা’র শিকার হয়ে মারাত্মকভাবে উপেক্ষিত। যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমাদের সচেতন সকলকে সাধ্য অনুযায়ী অসুস্থ ও অসহায় সাংবাদিকদের পাশে এসে দাঁড়াতে হবে। বিশেষ করে অসুস্থ ও অসহায় সাংবাদিকদের কল্যাণে এবং উন্নয়নে সমাজের বিত্তবানদের অবশ্যই এগিয়ে আসতে হবে। তাহলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে।

তিনি গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ তাঁর নিজ বাসভবনে সভাপ্রধানের বক্তব্যে সমবেত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সভায় উপস্থিত সাংবাদিকদের প্রস্তাব ও সমর্থন অনুযায়ী ‘চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’ নামে সাংবাদিকদের কল্যাণমূলক একটি সংগঠন গঠিত হয়। এতে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশারকে সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনকে কার্যনির্বাহী সভাপতি এবং দৈনিক একাত্তর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালকে সাধারণ সম্পাদক, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের নিয়ে মোট ৫১ সদস্য বিশিষ্ট ‘চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংবাদিক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুবুর রহমান সেলিম, দৈনিক মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ডাঃ মাসুদ হাসান, সিনিয়র সাংবাদিক জামাল আহমেদ আখন্দ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আবদুর রহমান গাজী।

উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সাংস্কৃতিক প্রতিবেদক মিঠুন বিশ^াস, স্টাফ রিপোর্টার মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, মোঃ ফরিদুল আলম রূপন, মোঃ আজাদ মজুমদার, মোঃ জাবেদ হোসেন, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ মনির হোসেন, শহর প্রতিনিধি বাদশা ভূঁইয়া প্রমুখ।

সভায় আগামী ১৫ দিনের মধ্যে ‘চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র গঠনতন্ত্র প্রণয়ন, গঠনতন্ত্র প্রণয়নের জন্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, বিশেষ দোয়া, সংগঠনের পরিচিতি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি উদ্যাপন ও পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়