প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ ১ জানুয়ারি ২০২২ শনিবার। দেশের ৯ বছরের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : জাতীয় পাটি চাঁদপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় একই স্থান থেকে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাপ্ত হবে। পালকি কমিউনিটি সেন্টার হলরুমে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হবে।
উল্লেখিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মী সর্মথকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া।