সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০

নৌকা বিরোধীদের আওয়ামী লীগে কখনোই জায়গা দেয়া হবে না
সাজ্জাদ হোসেন রনি ॥

৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ১৪নং পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারীকে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর উপজেলার উত্তর আলগী গ্রামের ১৪নং পশ্চিমচর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন মাঝির সভাপ্রধানে ও উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলগী উত্তর ইউনিয়নের নৌকার প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারীর বিজয় নিশ্চিত করতে আপনারা এক ও অভিন্ন হয়ে কাজ করবেন। আজকের এই কর্মীসভায় সকলের উপস্থিতিতে বলতে চাই নৌকা বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগে কখনোই স্থান দেয়া হবে না।

এ সময় তিনি হাইমচর উপজেলার উন্নয়নের রূপকার, সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, চাঁদপুর জেলায় ডাঃ দীপু মনি এমপির নির্দেশ অমান্যকারীরা আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কার হবেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান মুজিব, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক নজরুল ইসলাম ভোলা মাঝি, আওয়ামী লীগ নেতা ও শাহআলম পাটোয়ারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাছির আহমেদ বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী ও আওয়ামী লীগ নেতা জুলিয়াস সর্দার।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া, জেলা যুবলীগ সদস্য জিয়াউল আমীন, জেলা সাবেক স্বেচ্ছাসেবকলীগ সদস্য এমএ হাসান লিটন, জেলা পৌরসভার সাবেক কমিশনার আসলাম গাজী, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ্ মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়