প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষামন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা
সবাইকে ২০২২ খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে মহামারিমুক্ত শান্তিময় বিশ^ কামনা করেন। তিনি বলেন, নতুন বছরে ভালো কিছু করার চিন্তা-চেতনা নিয়ে আমাদের পথচলা শুরু হোক। জীবনে দুঃখ, বেদনা, হতাশা থাকবে। সবকিছু দৃঢ়চিত্তে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই জীবন সাফল্যম-িত ও কল্যাণকর হবে।
|আরো খবর
তিনি বলেন, নতুন বছরে দেশ গড়ার লক্ষ্যে নব-উদ্যমে কাজ করতে হবে। পরিবার-পরিজনকে ভালো রাখার পাশাপাশি সমাজ উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। নতুন বছরটি যেনো সকলের জীবনে আনন্দ ও মঙ্গল বয়ে আনে আমি এ প্রত্যাশা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।