প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চাঁদপুর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ৪শ’ ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১ হাজার ৮শ’ ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪০ হাজার ৩শ’ ৩১ জন। এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পাসের হার ৯৬.৩৭ ভাগ। এবার জেলার ৩.৬৩ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে চাঁদপুর জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪শ’ ৫৮ জন।
চাঁদপুর জেলায় ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২শ’ ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ হাজার ৯শ’ ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৮শ’ ৪৮ জন। পাসের হার ৯৬.৭৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯শ’ ৬০ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে সব উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে কচুয়া উপজেলা। এ উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ হাজার ৩শ’ ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৩শ’ ১৫ জন । পাসের হার ৯৮.৭৪ ভাগ। জেলাতে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এ উপজেলাটি শীর্ষে রয়েছে। এ উপজেলার মোট ৪শ’ ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
চাঁদপুর জেলায় এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ১শ’ ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৪শ’ পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৩৭ জন। পাসের হার ৯৫.০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪শ’ ৪১ জন।
এসএসসির মতো জেলায় দাখিল পরীক্ষার ফলাফলেও শীর্ষে রয়েছে কচুয়া উপজেলা। এ উপজেলার ৩৬টি প্রতিষ্ঠানের ১ হাজার ৩শ’ ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৩শ’ ৩৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৮.৩৮ ভাগ। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এ উপজেলাটি শীর্ষে রয়েছে। এ উপজেলা থেকে মোট ১শ’ ৩৭ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছে জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান। এতে ১ হাজার ৫শ’ ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪শ’ ৪৬ জন । পাসের হার ৯৪.৭০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে ভোকেশনালে সবচেয়ে ভালো ফল করেছে শাহরাস্তি উপজেলা। এ উপজেলার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে।
অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তিতে ভোকেশনালে শীর্ষে রয়েছে হাইমচর উপজেলা। এ উপজেলা থেকে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।