প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামী ৫ জানুয়ারি ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিরাতে একদল দল অচেনা যুবক মাইক্রোবাস কিংবা মোটরসাইকেলে ঘুরাঘুরি করছে। এরা বিভিন্ন প্রার্থীর ব্যানার ফেস্টুন কিংবা তোরণ ভাংচুর করা ছাড়াও অগ্নিকা-ের ঘটনা ঘটিয়ে চলছে। সবার চোখ ফাঁকি দিয়ে রাতে ঘুরাঘুরি করা এসব যুবকরা কোন দলের? এমন প্রশ্ন এলাকাবাসীর।
এলাকাবাসী জানায়, প্রায় প্রতিরাতেই একদল যুবক মাইক্রোবাস কিংবা মোটরসাইকেলে করে ঘুরাঘুরি করে বেড়াচ্ছে। এদের চলাফেরায় নানা রকম সন্দেহ করছে এলাকাবাসী। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে এসব অচেনা যুবক কারো নির্বাচনী ব্যানার কিংবা ফেস্টুন অফিস ভাংচুর করা ছাড়াও নির্বাচনী পরিবেশকে অশান্ত করতে বিতর্কিত কর্মকা- করছে।
একটি সূত্র অবশ্য জানিয়েছে, নির্দিষ্ট করা প্রার্থীর পক্ষ হয়ে প্রতিপক্ষ প্রার্থীর ব্যানার, ফেস্টুন কিংবা অফিস ভাংচুর এবং প্রতিপক্ষ প্রার্থীকে বিভিন্ন ভয়-ভীতি দেখাতে মাইক্রোবাস কিংবা মোটরসাইকেলে করে গভীর রাতে ঘুরে অপকর্ম করছে ওইসব যুবক।
প্রতি রাতেই ফরিদগঞ্জ থানা পুলিশকে টহল দিতে দেখা গেলেও পুলিশ গভীর রাতে ঘুরে বেড়ানো কাউকে আটক করতে পারছে না তারা। ফলে বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, গভীর রাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাতে ঘোরাঘুরি করা যুবকদেরকে পুলিশ আটক করতে পারলেই ভোটের দিন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত থাকবে।