প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
৪র্থ ধাপে অনুষ্ঠিত হাজীগঞ্জের ইউপি নির্বাচনে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৫ জন। এর মধ্যে ২ জন বিএনপি তথা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, অপর ৩ জন নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। এরমধ্যে ৪ জন বর্তমান পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলার রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুল হাদী। বিএনপি সমর্থক বাকিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন মানিক হোসেন প্রধানিয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপি সমর্থক ঘোড়া প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন গোলাম মোস্তফা স্বপন এবং ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন গিয়াস উদ্দিন বাচ্চু।