প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ১১ জন সদস্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ডিএন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের জরুরি এক তলবি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত তলবি সভায় সংগঠনের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সংগঠনের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, আলহাজ্ব নাছির আহমেদ খান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম অনিক, মোঃ ছিদ্দিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত ভূঁইয়া আরিফ, দপ্তর ও প্রচার সম্পাদক নিতাই কর্মকার, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল খালেক খান, ক্রীড়া সম্পাদক মোঃ সাঈদ আনোয়ার, কার্যকরী সদস্য মোঃ আবু হানিফ ও মোঃ শফিকুর রহমান।