প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ১৬ জন চালককে আটক করেছে। পরে আটককৃত চালকদের মুচলেকায় ছেড়ে দেয়া হয়।
২৪ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌ-পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে এসআই বাবুল বালা, নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পরিদর্শক মুজাহিদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, আটক চালকরা লঞ্চঘাট এলাকায় যাত্রীদের সাথে অসদাচরণ, যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি করার কারণে তাদের আটক করা হয়। তবে আটক চালকদের মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
আটককৃত চালকরা হলো : মোঃ রুবেল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আব্দুল মজিদ, মোঃ কবির হোসেন, মোঃ সেফায়েত হোসেন, মোঃ মোবারক গাজী, মোঃ শরিফ, মোঃ রাকিব হাসান, মোঃ মিলন, মোঃ শিপন, মোঃ এমরান হোসেন, মোঃ সবুজ মিয়াজী, মোঃ রাসেল খান, মোঃ আলমগীর ঢালী, মোঃ হৃদয় ও মোঃ গোলাম রাব্বী।