প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে অবস্থিত ইকরা মডেল একাডেমির বার্ষিক ফল প্রকাশ, মেধা তালিকায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর রোববার বেলা ১১টায় একাডেমির মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্য বলেন, ভালো ছাত্র, ভালো প্রতিষ্ঠান শিক্ষকের উপর নির্ভর করে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা ভালো, অভিভাবকরাও ভালো। ফলে প্রতিবছর ইকরা মডেল একাডেমি ভালো ফলাফলে সাফল্য দেখিয়ে চলছে।
তিনি আরো বলেন, ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। আর জীবনে উন্নতি করতে হলে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। শিশুদের ছোট থেকেই পরিবারভিত্তিক সকল ভালো কাজকে উৎসাহ দিতে হবে।
দৈনিক একাত্তর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের সভাপতিত্বে ও ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ গোলাম হোসেন টিটুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ কবির হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন পদ্মা হাসপাতাল (প্রাঃ)-এর চেয়ারম্যান ডাঃ ছফিউল্লাহ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১২-এর উপদেষ্টা আলীম আল রাজী কবির, ভারত চ-ীগড় বিশ^বিদ্যালয় ইন্সট্রাক্টর ও রিসার্চ স্কলার শাকিল আহমদ, একাডমির শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। স্বাগত বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমির প্রাথমিক শাখার ইনচার্জ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন তরপুরচ-ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাসেল কাজী, পৌর ১৩নং যুবলীগ সভাপতি আবুল কাসেম গাজী, ছাত্রলীগ সভাপতি কাঁকন গাজীসহ ইকরা মডেল একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।