প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদ আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উপলক্ষে ২৬ ডিসেম্বর রোববার এ আয়োজনে ৪৮১ জন কৃতী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের মধ্যে ছিলো বঙ্গবন্ধুর ম্যুরালে কৃতী শিক্ষার্থীদের পুষ্পস্তবক অর্পণ, শিক্ষাবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও আলোচনা সভা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপ্রধানে সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যাঁর নেতৃত্বে স্বাধীনতা পেলাম তিনি বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান। তাঁকে আমরা সাড়ে তিন বছরের মাথায় একেবারে হারিয়ে ফেললাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা নতুন প্রজন্মের কাছে সোনার বাংলা রেখে যেতে চাই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, তিনি তাঁর বক্তব্যে বলেন, তোমাদের শিক্ষা অর্জন করলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তথ্য, প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমাদের আরো জ্ঞান অর্জন করতে হবে। আমরা মেধাসম্পন্ন প্রজন্ম রেখে যেতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহম্মেদ ও যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, হিসাবরক্ষণ অফিসার ইকবাল হোসেন, উচ্চমান সহকারী মুক্তার হোসেন ও কুদ্দুছ ভাট। সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের সিএ মহিউদ্দিন রাসেল।