সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক

অন্যদিকে শাহরাস্তিতে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জনসহ মোট ৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ ইউপির মধ্যে দুটিতে নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী ও ৮টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে নিরপেক্ষ নির্বাচনে দ্বিধাবিহীন ভোটে জনগণকে অংশ নিতে জনসংযোগ ও মহড়া দেয়া হয়েছে। ভোটারদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর গ্রামের ভোটার মোঃ সেলিম মিয়া চাঁদপুর কণ্ঠকে জানান, জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে যিনি নির্বাচিত হবেন মানুষ তা হাসিমুখে মেনে নেবে। আমরা হানাহানিমুক্ত ভোটকেন্দ্র চাই।

স্থানীয়রা মনে করছেন, নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ মোশাররফ হোসেনের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটনের (আনারস) সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

রায়শ্রী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ আঃ রাজ্জাকের সাথে যুবদল নেতা মোঃ মাহবুব আলম (৪), বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হানিফ (ঘোড়া) ও মোঃ আবুল বাসারের চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেহের উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ মনির হোসেনের সাথে বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম (আনারস) ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম (চশমা)-এর ত্রিমুখী লড়াই হবে।

মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সাথে বিএনপি নেতা কাজী মোঃ জাহাঙ্গীর আলম (আনারস)-এর দ্বিমুখী লড়াই হবে।

সূচীপাড়া উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নৌকার প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদারের সাথে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী (আনারস)-এর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মাহতাবউদ্দিন হেলালের সাথে বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ রশিদ (আনারস)-এর প্রতিদ্বন্দ্বিতা হবে।

চিতোষী পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের সাথে বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর (আনারস)-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে।

চিতোষী পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আবু ইউসুফের সাথে বিএনপি নেতা মোঃ আলম বেলাল (আনারস)-এর প্রতিদ্বন্দ্বিতা হবে। টামটা উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ আলমগীর কবির পলাশের সাথে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক দর্জি (আনারস)-এর প্রতিদ্বন্দ্বিতা হবে।

টামটা দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ সফিকুর রহমানের সাথে বর্তমান চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম মানিক (চশমা) ও জামাল হোসেন ( আনারস)-এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান চাঁদপুর কণ্ঠকে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরিবেশ অক্ষুণœ রাখতে পুলিশ সর্বাত্মক কাজ করবে।

শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেম চাঁদপুর কণ্ঠকে জানান, ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৯৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ৩৯৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এতে অংশ নিচ্ছেন। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়