প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন এবং শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ক’দিনের প্রচারণা শেষে ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে দু উপজেলার জনগণ।
নির্বাচনে জনগণের মাঝে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করলেও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪৮ জন চেয়ারম্যান প্রার্থী ও ৫৩৬ জন সদস্যের ভাগ্য আজ নির্ধারণ হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ২ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যসহ ৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন ৪ জন রিটার্নিং অফিসার, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহ-প্রিজাইডিং অফিসার ও ১২৪৬ জন পোলিং অফিসার।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে ইভিএম এবং অন্য সব ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এই ১০৯টি ভোট কেন্দ্রের ৬২৩টি ভোটকক্ষে (বুথ) ২ লাখ ২ হাজার ৩শ’ ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৬০৮ জন ও নারী ভোটার ৯৭ হাজার ৭শ’ ৯১ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ ওবায়েদুর রহমান চাঁদপুর কণ্ঠকে জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের মোবাইল টিমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৬০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৫১৬ জন। বাকিলা ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার হলেন ১৯ হাজার ৯০৮ জন। কালচোঁ উত্তর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১৩ হাজার ৩৩২ জন। কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৭৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ২৩ হাজার ৬১২ জন। হাজীগঞ্জ সদর ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ২৯ হাজার ৩১ জন। বড়কুল পূর্ব ইউনিয়নে ১২টি কেন্দ্রে ৬৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ২০ হাজার ৩৮৫ জন। বড়কুল পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১৪ হাজার ৪৩৫ জন। হাটিলা পূর্ব ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১৭ হাজার ৭ জন। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১০টি কেন্দ্রে ৫৩টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১৭ হাজার ২৭২ জন। গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪৭টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১৫ হাজার ৫২৭ জন। হাটিলা পশ্চিম ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ভোটগ্রহণ করা হবে। এ ইউনিয়নে ভোটার ১২ হাজার ৩৭৪ জন।