প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনা সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭৫ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর, রোগী শনাক্ত হয়েছিলো ৩৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ২ দশমিক শূন্য ১ শতাংশ। আগের দিন এ হার ছিলো ২ দশমিক শূন্য ২।
করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিলো। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণ কমতে থাকে। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরে ছিলো। এ নিয়ে পরপর দুই দিন শনাক্ত ২ শতাংশের ওপরে থাকলো। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২৪ জন সুস্থ হয়েছেন।
সূত্র : প্রথম আলো।