সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জ ও শাহরাস্তি নির্বাচনে কারচুপির চেষ্টা হলে গণপ্রতিরোধ
প্রেস বিজ্ঞপ্তি ॥

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ ও শাহরাস্তির ইউপি নির্বাচনগুলোতে কারচুপির চেষ্টা হলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বিভিন্ন পথসভায় বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে জনতার ভোটাধিকারের জন্য কথা বলতে হবে জাতি হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি আওয়ামী লীগের জন্য চরম কলঙ্কজনক অধ্যায়।

নির্বাচনে আওয়ামী লীগের ভয় কিসের উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। প্রায় এক যুগেরও বেশি সময় আওয়ামী লীগের আমলনামা ভয়ঙ্কর ও হতাশাজনক। এ কারণে আওয়ামী লীগ নির্বাচনের নামে সারাদেশে তামাশা শুরু করেছে। আর নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। গতকাল ২৪ ডিসেম্বর শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়ন, চিতোষী পূর্ব ও সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নিযাম উদ্দিন।

পথসভায় আরও বক্তব্য রাখেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন শাহরাস্তি উপজেলা সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ, নির্বাহী সদস্য মাওলানা আবদুস সালাম, চিতোষী পূর্ব ইউনিয়ন প্রার্থী হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী পল্লী চিকিৎসক মোঃ শাহজাহান মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়