সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে
শামীম হাসান ॥

পাঠ্যক্রম শিক্ষার পাশাপাশি সহশিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে যদি ছোটবেলা থেকে শিশুদের গড়ে তোলা যায়, তবে আজকের শিশু আগামী দিনে দেশ পরিচালনা করবে। শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।

২৪ ডিসেম্বর শুক্রবার ফরিদগঞ্জে নবীন কচি-কাঁচার মেলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের কর্মসূচি হিসেবে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলা ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে ফরিদগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। উৎসবের অংশ ছিলো বিজয় দিবসের র‌্যালি। একই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠানে সংগঠনটির বাদক দল অংশগ্রহণ করে।

গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ ফিরোজা-কলিম একাডেমির মঞ্চে উৎসবের ২য় পর্ব হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরদিন ২৪ ডিসেম্বর বিকালে একই মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সংগঠক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব জিয়াউদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান ও জনতা ব্যাংক নোয়াখালী শাখার জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কর্মকার।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক জিএম এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম সালমা হাসেম মলি, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, উপ-পরিচালক নূরুন্নবী নোমান, সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক কুরি, সাংবাদিক লিটন কুমার দাসসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়