সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

রাধা মুরারী মোহন জিউড় মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

উৎসবমুখর পরিবেশে হাজার হাজার ভক্ত হৃদয়ের উপস্থিতিতে গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্যে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের বহু আকাক্সিক্ষত প্রাণের উৎসব চৌষট্টি মহান্তের ভোগ। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত নর-নারী নবনির্মিত মন্দির চত্বরে উপস্থিত হতে থাকেন। তাদের উপস্থিতির একপর্যায়ে দুপুরের দিকে মন্দির সম্মুখস্থ হরিসভা রোড অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে। মন্দিরের অগনিত ভক্তের প্রাণের উচ্ছ্বাস আর তাদের হরিনাম কীর্তন এবং শঙ্খ উলুধ্বনিতে ধর্মীয় অনুভূতি ছড়িয়ে পড়ে চারিদিকে। মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক উপস্থিতির কারণে অনেকেই ভেতরে ঢুকতে না পেরে মন্দির সম্মুখস্থানের রাস্তার উপর দাঁড়িয়ে তাদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে থাকেন। ফলে রাস্তায় যানচলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। উদ্বোধন ও চৌষাট্টি মহান্তের ভোগ-রাগ শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

অনুষ্ঠানে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষন মজুমদারসহ জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের আয়োজন ছিল চোখে পড়ার মত।

অনুষ্ঠানে ভারতের শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রী শ্রী রাধা মদন মোহন, পুরীধাম থেকে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও শুভদ্রা এবং নবদ্বীপ ধাম থেকে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আনয়নকৃত বিগ্রহ নব নির্মিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে স্থাপন করা হয়। এ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে বিকেল সাড়ে ৫টায় তুলশী মহারানীর আরতী, সন্ধ্যাকালীন স্তুতিপাঠ, শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের অষ্টক, শুভ অধিবাস, মাঙ্গলিক ঘট স্থাপন শেষে রাত ৮টায় নর-নারী সমবেত হয়ে গঙ্গা আবাহন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টায় দীক্ষা অনুষ্ঠান, শ্রী শ্রী গুরু পূজা, পরমেশ^র ভগবান রাধা মুরারী মোহন ও জগন্নাথ বলদেব শুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ প্রতিষ্টা, পরমেশ^র ভগবান রাধা মুরারী মোহন ও জগন্নাথ বলদেব শুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, চৌষট্টি মহান্তের ভোগ আরাধনা এবং দুপুর ২টায় চৌষট্টি মহান্তের ভোগ দর্শন ও প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রীল অষ্ঠোত্তরশত শ্যামসুন্দর দাস বাবাজী মহারাজ। সমাপ্তি ঘটে মন্দিরে বিগ্রহ স্থাপন পূর্বক উদ্বোধনী সকল কার্যক্রম।

উল্লেখ্য, বৈষ্ণব কুলমনি শ্রী শ্রী নিত্যানন্দ পরিবারের ১৪তম বংশ অবতংশ নিত্যলীলায় প্রবিষ্ট, অষ্টোত্তরশত প্রভুপাদ শ্রী শ্রী তিন কড়ি গোস্বামী মহারাজের শিষ্য ৮৪ ক্রোশ ব্রজম-লের চারি সম্প্রদায়ের শ্রীমোহন্ত ও কুম্ভমেলার মহাম-লেশ্বর শ্রীল অষ্টোত্তরশত মুরারী দাস বাবাজীর ভক্তবৃন্দ চাঁদপুর পুরানবাজার হরিসভা রোডস্থ শহর রক্ষা বাঁধের পাশে সৌন্দর্যম-িত প্রমত্তা মেঘনার পাড়ে ২০২০ সালের প্রথমদিকে তাদের প্রাণপ্রিয় গুরুদেবের নাম স্মরণ করে এ সৌন্দর্যম-িত শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরটি গড়ে তোলেন। তাদের ইচ্ছে ছিল প্রাণাধিক গুরুদেব বৈষ্ণব দাসানুদাস শ্রীল অষ্টোত্তর শত মুরারী দাস বাবাজী মহারাজ মন্দিরটির শুভ উদ্বোধন করবেন। কিন্তু বৈশি^ক মহামারি করোনার কারণে তাদের সে ইচ্ছা বাধাগ্রস্ত হয়। গুরুদেব না আসতে পারায় তারা গুরুদেবের আদেশে মন্দিরে নিত্য সেবা পূজার আয়োজন করেন। কিন্তু মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন থেকে বিরত থাকেন। অবশেষে গুরুদেবের আদেশ অনুযায়ী গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বহু আকাঙ্খিত শ্রী শ্রী রাধা মুরারী মোহন মন্দিরের।

শান্তিপূর্ণভাবে মন্দিরের বিগ্রহ স্থাপন পূর্বক চৌষট্টি মহান্তের ভোগ সম্পন্ন হওয়ায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরের সভাপতি রোটাঃ রিপন সাহা ও সাধারণ সম্পাদক সহদেব বর্মন। তারা আগামী দিনেও মন্দিরের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়