সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে সবজির বাজার চড়া ॥ মধ্যবিত্তের নাভিশ্বাস
সোহাঈদ খান জিয়া ॥

শীতের মৌসুমে সবজির দাম কম থাকার কথা থাকলেও এখনো চাঁদপুরের বাজারগুলোতে সবজির বাজার আগুন। বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি থাকলেও দাম অনেক চড়া। শীত আসার পূর্বে বিক্রেতারা বলেছিলেন, শীত মৌসুমে সবজির দাম কমে যাবে। কিন্তু বাজারে এখনো সবজির দাম কমেনি। পূর্বের ন্যায় সবজির দাম চড়া রয়েছে। ফলে মধ্যবিত্তের নাভিশ^াস অবস্থা বিরাজ করছে।

২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের পালবাজারে ঘুরে দেখা গেছে, বাজারে এখনও প্রতিটি সবজির দাম বেশি। বরবটি এখনো বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে।

বাজারে দেশি নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকায়। সিম ৫০ থেকে ৬০ টাকা, গাঁজর ৪০ টাকা, মূলা ৩০ টাকা, শসা, টমেটো ও বেগুন ৪০ টাকা, করলা ৮০ টাকা, শালগম ৪০ টাকা, খিরা ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়াও মাঝারি ধরনের ফুলকপি ও বাঁধাকপি মাঝারি সাইজের প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। নতুন (ইন্ডিয়ান) পেয়াজ ৪৫ টাকা, বার্মার পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

বাজারে ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৯৬ থেকে ১০০ টাকায়। এক কেজি বয়লার মুরগির দাম ১৬৫ থেকে ১৭০ টাকা। কক মুরগি, সোনালি মুরগি ও পাকিস্তানি মুরগি ২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি। এই মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, হাঁস ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

পাশাপাশি বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আর খাসির দাম ৯০০ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়