প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
কোনো প্রকার ভয়-ভীতি নয়, আপনারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। আপনাদের পাশে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপারের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের পাশে থাকবে। আপনাদের এলাকায় কোনো বহিরাগত লোককে জায়গা দিবেন না। নির্বাচনের সময় কোনো মেহমান দাওয়াত দিবেন না। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
উপরোক্ত কথাগুলো শাহরাস্তি উপজেলার বিভিন্ন জনসমাগমে বলেছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। গতকাল ২৪ ডিসেম্বর সকাল থেকে উপজেলার হোসেনপুর, পরানপুর, রাড়া, উয়ারুক, কাকৈরতলাসহ বিভিন্ন এলাকায় জনগণের মাঝে ভোট প্রদানে উৎসাহিত করতে তিনি এ সকল এলাকায় বক্তব্য রাখেন। ভোটারদের আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত জনগণ তার বক্তব্যকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
আগামী ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নিয়ে জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করলেও কয়েকদিন ধরে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালানো হয়।