সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

পাইকপাড়ায় সুষ্ঠু ভোটের দাবিতে এক কাতারে প্রার্থীরা
প্রবীর চক্রবর্তী ॥

আগামী ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রার্থীরা ভোট চেয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। তাদের মিছিল-মিটিং ও শ্লোগানে মুখরিত জনপদ। মাঠে তৎপরতা থাকলেও সকলের মনে সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। সেই শঙ্কা থেকেই উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সকল প্রার্থী এক কাতারে আসলেন।

‘আমার গণতন্ত্র আমার কাছে দামি, ভোট দেবো তাকে আমি চাইবো যাকে’ ইত্যাদি শ্লোগানে ওই ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী ইয়াছমিন বেগম ও সেলিনা বেগম, সাধারণ ওয়ার্ডের ইব্রাহিম খলিল, মিজানুর রহমান, জিয়াউর রহমান সোহাগ, ফজলুল হক পাটওয়ারী প্রতীকসহ একটি ব্যানার করেছেন। তারা ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোটারদের কাছে যাচ্ছেন ও ভোট প্রার্থনা করছেন।

সাধারণ সদস্য প্রার্থীদের পক্ষে ফজলুল হক পাটওয়ারী বলেন, প্রতীক বরাদ্দের দিন থেকে বিভিন্ন ইউনিয়নে মারামারি, মামলা-হামলা চলছে। তাই আমরা পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকল প্রার্থী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এক কাতারে দাঁড়িয়েছি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরা তাকে মেনে নিবো।

সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী সেলিনা বেগম বলেন, আমরা যারা নির্বাচনে প্রার্থী হয়েছি ভোট হবে একদিন। পরদিন থেকেই আমাদের এলাকায় বসবাস করতে হবে। হানাহানি এড়িয়ে তাই আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে বিজয়ী হবে তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করবো। বিষয়টি জনগণ ও প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসার জন্য আমরা একটি ব্যানারের মাধ্যমে কাজ শুরু করেছি। এ বিষয়ে আমরা এক ও ঐক্যবদ্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়