সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

বন্ধু সংগঠন ইচ্ছে করলে অনেক ভালো কাজ করতে পারে
বিমল চৌধুরী ॥

দিনব্যাপী হইচই, আড্ডা, খাওয়া-দাওয়া আর স্কুলজীবনের বন্ধুদের সাথে জমানো সুখ-দুঃখের গল্প করার মধ্য দিয়ে শেষ হলো চাঁদপুর সদরের এসএসসি ’৯২ ব্যাচ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজন শেষে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যোগ দেন ১৯৯২ ব্যাচের কৃতী ছাত্রী চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তাঁর সাথে আতিথিয়েতা গ্রহণ করেন তাঁর স্বামী জহিরুল হক। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

সন্ধ্যাকালীন আয়োজনে জেলা প্রশাসক সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বলেন, আমিও ১৯৯২ ব্যাচের ছাত্রী। যেদিন এসএসসির ফল প্রকাশ হয় সেদিন আমি রেজাল্ট আনতে পারিনি। পরদিন যখন রেজাল্ট আনতে যাই তখন দেখি আমার যাওয়ার আগেই আমার রেজাল্ট জেনে গেছে অনেকে। জানতে পারলাম আমি স্টার মার্কসহ অনেকগুলোতে লেটার পেয়েছি। অল্প সংখ্যক নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারিনি। আমার কিছুটা মন খারাপ হলেও আমার পরিবার ভীষণ খুশি হয়েছিলো ভালো ফলাফলের জন্যে।

তিনি বলেন, বন্ধুদের বন্ধন অনেক ভালো কিছু সৃষ্টি করতে পারে। কে কী করলো তা কিন্তু বড় কথা নয়। আমি কতটুকু মানুষের কল্যাণে কাজ করতে পারছি সেটি বড় কথা। বন্ধু সংগঠনের অনেক পজিটিভ দিক আছে। তারা ইচ্ছে করলে অনেক ভালো কাজ করতে পারে। এসএসসি ’৯২ ব্যাচ অনেক ভালো কাজ করেছে জানতে পেরে আমি খুব খুশি হয়েছি। যেকোন ভালো কাজে আমি আপনাদের পাশে থাকবো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ’৯২ ব্যাচের বন্ধু শাহেদুল হক মোর্শেদ ও কাজী শাহজালাল টিংকু।

চাঁদপুর বন্ধুদের বন্ধন অনুষ্ঠানে বন্ধুদের ডাকে সাড়া দিয়ে সুদূর আমেরিকা, কানাডাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা কর্মরত বন্ধুরা ছুটে আসেন চাঁদপুরে। তাদের মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচি। তারা গতকাল পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে নৌ-ভ্রমণের মধ্যে দিয়ে উপভোগ করেন চাঁদপুরের অংশে থাকা ডাকাতিয়ার সৌন্দর্য। দুপুরে খাওয়া-দাওয়া আর বিকেলে উপভোগ করেন বন্ধু পরিবারের সদস্যদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের খেলাধূলা। সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে বন্ধুদের মাঝে দেখা দেয় উৎসবের আমেজ। সকাল, বিকেল ও রাতে পরিবেশিত হয় বিভিন্ন সুস্বাদু খাবার। বন্ধুদের মাঝে বিতরণ করা হয় এসএসসি ’৯২ মনোগ্রাম খচিত মাথার ক্যাপ ও শীতের জ্যাকেট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়