প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, বৈশি^ক মহামারী করোনায় মানুষের মধ্যে স্থবিরতা দেখা গেছে। তারপরও দেশ সার্বিকভাবে সমৃদ্ধ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে করোনাকালে সরকার গরিব অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনা উপেক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে। অসহায়দের পাশে যার যার সাধ্য মতো এগিয়ে আসা উচিত।
গতকাল ২৪ ডিসেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়ার অর্থায়নে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
করোনার চেয়ে ভয়াবহ ‘ওমিক্রন’ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারীর সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকা মোঃ আলা উদ্দিন, ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান আহমেদ রতন ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামাণিক প্রমুখ।