প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য জসিম উদ্দিন ও এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এএসআই (নিঃ) একরামুল হক ও এএসআই (নিঃ) মোহাম্মদ জয়নাল আবেদিনকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার ডিসেম্বর পুলিশ সুপার কার্যালয়ে পদ বিভাজনকৃতদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।
এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, কর্তব্য পালনকালে এমন কোনো কাজ করা যাবে না যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণœ হয়। দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় (প্রশাসন ও অপরাধ) উপস্থিত ছিলেন।