প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দু পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে এক বিদ্রোহী প্রার্থীর ছেলেকে ক্ষুর দিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনার পর দুই প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও একই উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বের হওয়া আরেক বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী প্রচারণার (আনারস) মাইক ভাংচুর করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নের বিরামপুর বাজারে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য হাছান আবদুল হাইয়ের (চশমা) ছেলে বদিউজ্জামান সুজনের সাথে প্রতিপক্ষ বিএনপির শাহজাহান মাস্টারের (আনারস) সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মাস্টারের আনারস প্রতীকের সমর্থক ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী হাছান আবদুল হাইয়ের ছেলে সুজনের ওপর হামলা করে। এতে প্রতিপক্ষের ধারালো ক্ষুরের আঘাতে সুজন রক্তাক্ত জখম হন। সুজনকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়ি নিয়ে আসে।
অপরদিকে ২নং বালিথুবায় আনারস প্রতীকের প্রচারণার মাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছেন নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদ হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মাস্টারকে প্রধান আসামী করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।