প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় চেম্বার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দায়িত্বপালনে তার আন্তরিকতায় সন্তোষ প্রকাশপূর্বক ব্যবসায়িক ক্ষেত্রে তাদের কিছু সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে। আমি সরকারের দেয়া দায়িত্ব পালনে কাজ করছি, কাউকে নিঃশেষ করে দেয়া আমার কাজ নয়। যে কোনো কাজের ক্ষেত্রেই সুবিধা-অসুবিধা থাকতে পারে। তবে ইতিবাচক সকল কাজে আমার সহযোগিতা থাকবে। আমি জেলা প্রশাসকের দায়িত্বে থাকাকালীন চেষ্টা করবো জেলার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে।
তিনি ব্যাবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে পাটজাত ও প্লাস্টিক বস্তা ব্যবহার প্রসঙ্গে বলেন, এ সকল বস্তা ব্যবহারের ক্ষেত্রে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কিছু বিধিনিষেধ রয়েছে, আপনারা তা মানতে চেষ্টা করবেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাকে মোবাইল কোর্ট পরিচালনা করতে হয়। মোবাইল কোর্টের লক্ষ্য হলো সরকারের আদেশ নির্দেশ অমান্যকারীদেরকে সংশোধন করে দেয়া। তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া নয়।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের নেতৃত্বে এ সময় ব্যবসায়ীদের মাঝে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর জেলা চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী, সহ-সভাপতি সফিউল্লা পাটওয়ারী স্বপন, আলহাজ্ব আবুল বাশার কাশেম, চাঁদপুর অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ।
চেম্বার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম জেলা প্রশাসকের প্রাণবন্ত আলোচনার জন্যে তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দ শুধু ব্যবসাই করেন না তাঁরা চাঁদপুরের বহু সামাজিক কর্মকা-ের সাথেও জড়িত রয়েছেন। আমরা মনে করি বর্তমান সরকার একজন ব্যবসা বান্ধব সরকার। সরকার যেমন দেশের উন্নয়নে কাজ করছেন তেমনি বাজার নিয়ন্ত্রণেও কাজ করছেন। তবে চাঁদপুর আমদানি নির্ভর মোকাম হওয়ায় এখানে পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রে কিছুই করার থাকে না বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি ব্যবসা পরিচালনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।