সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

‘মার্চ পর্যন্ত স্বল্প পরিসরেই চলতে পারে শিক্ষা কার্যক্রম’
অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনে’র আশঙ্কায় জানুয়ারিতে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম প্রথম থেকেই পুরোপুরি শুরু হচ্ছে না। আগামী মার্চ পর্যন্ত বর্তমান সময়ের মতোই স্বল্প পরিসরে শ্রেণি কার্যক্রম চলতে পারে। এরপর যদি সংক্রমণ আর না বাড়ে, তারপর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল এলাকায় বিনামূল্যের পাঠ্যবইয়ের ছাপার কাজ দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

‘ওমিক্রনের আশঙ্কায় জানুয়ারিতে শিক্ষাক্রম স্বাভাবিক করা যাবে কি না’ এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে এখনো শেষ কথা বলার সময় আসেনি। করোনাভাইরাসের এ ধরন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ব্যাপকভাবে ছড়াচ্ছে। এজন্যে আমাদের আরেকটু বোধ হয় দেখা দরকার।

তিনি আরও বলেন, আমরা এখনও সবদিক দিয়ে ভালো অবস্থায় আছি, কিন্তু একই সঙ্গে সতর্ক থাকতে হবে। করোনার সংক্রমণ এখানে মার্চে বাড়ে। এ কারণে মার্চ মাস পার না হওয়া পর্যন্ত বলতে পারবো না, খুব নিরাপদ অবস্থায় আছি। কাজেই সতর্কতা ষোলো আনা রাখতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়