সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

অবৈধভাবে খোঁড়াখুঁড়ি করায় চিতোষীতে সড়ক ঝুঁকিপূর্ণ
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলার চিতোষী-উঘারিয়া সড়কের চিতোষী বাজারের পশ্চিম পাশে চান্দল এলাকার প্রভাবশালী এক মালিকের চারতলা ভবনের পানি নিষ্কাশনের জন্যে প্রধান সড়ক খোঁড়াখুঁড়ি করায় দেবে যাচ্ছে সড়কটি। প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসৃণ এ সড়কটির মাঝ দিয়ে অপরিকল্পিত ও সড়ক বিভাগের অনুমতি না নিয়ে অবৈধভাবে খোঁড়াখুঁড়ি করায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবন মালিকের অবৈধ এ কর্মকা-ের জন্যে ভুক্তভোগী জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, চান্দল গ্রামের আবু তাহের মূল সড়কের পাশে তার ভবনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখেই চারতলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি আবু তাহের সড়ক বিভাগের অনুমতির মিথ্যে তথ্য দিয়ে গত ১৯ ডিসেম্বর প্রকাশ্যে রাস্তার মাঝ দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। এ বিষয়ে ভবন মালিক আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি সড়ক বিভাগের অনুমতি রয়েছে বলে জানান। অনুমতিপত্র দেখতে গিয়ে দেখা যায়, পার্শ¦বর্তী মাদ্রাসার নামে আবেদন করা হলেও তাতে কোনো অনুমতি দেয়া হয়নি।

এদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির একদিনের মাথায় রাস্তাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এড়াতে ভবন মালিক তড়িঘড়ি করে কংক্রিট ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছেন। দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়টি অব্যবস্থাপনার কারণে অল্পতেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে অবৈধভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির সংবাদ সংগ্রহে গেলে ভবন মালিক ক্ষিপ্ত হয়ে ওঠেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়