প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে দেলোয়ার হোসেন খোকন (২০) নামে বাক-প্রতিবন্ধী এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের নেয়ামত উল্লাহ মিজির বাড়িতে গতকাল ২২ ডিসেম্বর বুধবার সকালে এ ঘটনা ঘটে। মৃত যুবক ঐ গ্রামের আবুল খায়ের মিজির ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত দেলোয়ার হোসেন খোকনের ভাই ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মানিক জানান, তার ভাই বাক-প্রতিবন্ধী ও মৃগী রোগী। বুধবার সকালে হয়তোবা সে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে মৃগী রোগে আক্রান্ত হলে পানি থেকে আর উঠতে পারেনি, সেখানেই তলিয়ে যায়। কিছু সময় পর তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে লোকজন।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাসির আহমেদ জানান, সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।