প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব পৌরসভাধীন ২নং ওয়ার্ডের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাস্টার (৭৫) ২১ ডিসেম্বর বেলা ১১টায় দগরপুর প্রধানীয়া বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বাদ জোহর নিজবাড়ি দগরপুর প্রধানীয়া বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ অংশ নেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম মাস্টার দীর্ঘ দিন নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ফ্রেন্ডস ’৯৯ সামাজিক সংগঠনের শোক
ফ্রেন্ডস ’৯৯ বন্ধু ইতালী প্রবাসী ইয়াসিন মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফ্রেন্ডস ’৯৯ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।