প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর সকাল ৯টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃৃক চাঁদপুর হরিণা ফেরীঘাট এবং আওন বাজার মাছের আড়ত এলাকায় অভিযান পরিচালনা করে বাজারজাত করার সময় প্রায় ৮শ’ কেজি জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকা ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।