প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ ও স্থাপনের স্থান নির্বাচন করতে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে চিঠি দেয়া হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার এই চিঠির সত্যতা নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।
তিনি চিঠির বরাত দিয়ে বলেন, মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পক্ষ থেকে চাঁদপুর সরকারি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ম্যুরাল স্থাপনের স্থান নির্বাচনসহ প্রয়োজনীয় সহযোগিতা করবো বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার সচিব নূর মোহাম্মদ মহোদয়কে অবহিত করেছি।
কলেজের অধ্যক্ষ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কলেজের প্রবেশদ্বারে স্থাপনের জন্যে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এটির কাজ শেষ হলে আমরা তা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের মাধ্যমে উদ্বোধন করবো। আমাদের কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ ও স্থাপন হবে জানতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।