প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামী ২৯ ডিসেম্বর চাঁদপুরে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। ২০ ডিসেম্বর ঢাকায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, সাবেক সহ-সভাপতি জসীম উদ্দীন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, সেলিমুস সালাম, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশিদ, মোঃ শুক্কুর পাটোয়ারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।