সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ২৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে কোভিড টিকা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ২৪ হাজার শিক্ষার্থী পেতে শুরু করেছে কোভিড-১৯ প্রতিরোধী টিকা। জানুয়ারি থেকে সকল শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হবে। এখন ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। সোমবার সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

উদ্বোধনী দিনে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮০ শিক্ষার্থীকে (ছাত্র ও ছাত্রী) ফাইজারের টিকা দেয়া হয়েছে। বিষয়টি চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম. সোয়েব আহমেদ চিশতী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফাইজারের টিকা খুব টেম্পারেচার সেনসিটিভ। এই ভ্যাকসিনটি যে কেন্দ্রে এবং যে বুথে দিতে হয়, সেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হতেই হয়। তাই হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের একটি কক্ষকে সে উপযোগী বুথ হিসেবে তৈরি এবং প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে।

টিকা কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন ৮ জন প্রশিক্ষিত টিকাদানকারী, শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সম্পন্ন এবং শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে একজন চিকিৎসকের নেতৃত্বে মেডিকেল টিম দায়িত্ব পালন করছেন। অর্থাৎ কোনো শিক্ষার্থী অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করবে ওই মেডিকেল টিম। শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম. সোয়েব আহমেদ চিশতী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ছাইদসহ সরকারি কর্মকর্তাগণ।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা ১২ থেকে ১৭ বছর বয়সী ২৩ হাজার ৮শ’ ২৪ জন শিক্ষার্থী রয়েছে। সোমবার স্কুলগামী এ শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রথম দিনে নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীসহ মোট ১ হাজার ৮০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হয়। মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে উপজেলার সকল শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে। এ তালিকা অনুযায়ী টিকা কার্যক্রমও সোমবার থেকে শুরু হয়েছে।

তিনি আরো বলেন, তালিকাভুক্ত কোনো শিক্ষার্থী যেনো টিকা কার্যক্রম থেকে বাদ না পড়ে সেজন্যে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম. সোয়েব আহমেদ চিশতী জানান, শিক্ষা কার্যক্রমকে নিয়মিত করার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সরকার প্রয়োজনীয় টিকার ব্যবস্থা করেছে। আমরাও সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেয়ার লক্ষ্যে টিকা দেয়ার বুথসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে টিকা কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সেই নির্দেশনার আলোকে ইতিমধ্যে জেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমরাও জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সার্বিক সহযোগিতায় উপজেলা পর্যায়ে সোমবার থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু করেছি।

তিনি বলেন, ফাইজারের টিকা টেম্পারেচার সেনসিটিভ। তাই হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের একটি কক্ষকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সমন্বয়ে এ কক্ষেই উপজেলার সকল শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে টিকা দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়