সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০

অসহায়দের জন্যে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম আমাদের আশান্বিত করে
প্রেস বিজ্ঞপ্তি ॥

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাইট ফর হিউম্যানিটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে লাইট ফর হিউম্যানিটির কার্যক্রম দেখে আমরা অভিভূত। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে আপনারা যে কাজ করছেন সেটি সত্যিই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, চারিদিকে যখন ধর্ষণ আর মাদকের ছড়াছড়ি তখন অসহায়দের জন্যে স্বেচ্ছাসেবীদের কার্যক্রম আমাদের আশান্বিত করে। যারা স্বার্থ ত্যাগ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেয়, তাদের স্যালুট।

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে যতই দুঃখ-কষ্ট হোক না কেন, পড়ালেখা ছাড়া যাবে না। পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে। আগামী দিনে তোমরাই হবে জাতির কর্ণধার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান। তিনি বলেন, লাইট ফর হিউম্যানিটি সর্বদা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও তারা এ ধারাবাহিকতা ধরে রাখবে আশা করি।

সংগঠনের যোগাযোগ ও প্রচার সম্পাদক সুলতানা তাসলিমার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মাহবুবুর রহমান সেলিম, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি শাহজাহান মল্লিক ও প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দিন খান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন করেন লাইট ফর হিউম্যানিটির শিশুরা। সবশেষে শহরের যমুনা রোডস্থ জেলেপল্লীর প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়