সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২১, ০০:০০

মানবসেবার ব্রত রোটার‌্যাক্টরগণ অব্যাহত রাখুক
স্টাফ রিপোর্টার ॥

আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সিটির অভিষেক অনুষ্ঠান ‘মেঘনা এক্সপ্রেস-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে নানা আয়োজনে এই অনুষ্ঠানটি করা হয়। অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ, সম্মাননা স্মারক বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, মানবতার কল্যাণে রোটারী আন্দোলনের অংশ হিসেবে রোটার‌্যাক্টরগণ কাজ করছেন। আমি চাইবো মানবসেবার সেই ব্রত রোটার‌্যাক্টরগণ অব্যাহত রাখুক। এক্ষেত্রে যেকোন সহযোগিতায় আমি রোটার‌্যাক্টরদের পাশে থাকবো। এ সময় তিনি চাঁদপুর সিটি রোটার‌্যাক্ট ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি শুভেচ্ছা জানান এবং ক্লাবটির সফলতা কামনা করেন।

ক্লাবের চার্টার (প্রতিষ্ঠাতা) সভাপতি রাতিবুল ইসলাম তুষারের সভাপতিত্বে এবং ক্লাব ট্রেজারার ও প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান আবিব মুনতাসিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, ক্লাবের এডভাইজার মতলব রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেন জাকির, ডিআরআর রোটাঃ মোহাম্মদ আল-আমিন সজিব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তামান্না ইসলাম, সচিব পার্থ ভৌমিক, জয়েন্ট সেক্রেটারী মোঃ রকিব, লিমন, ট্রেজারার আবিব মুনতাসির, এডিটর ফারদু আহসান পাঠান, ক্লাব সার্ভিস ডিরেক্টর শাহারাত সমির, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মশিউর রহমান স্বাধীন, প্রফেসনাল সার্ভিস ডিরেক্টর শরীফ মাহমুদ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রাইয়ান হোসাইন, ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর মেহেদী হাসান, পাবলিক রিলেশন সার্ভিস ডিরেক্টর অর্নব, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস আব্দুস ছাত্তার, জানিব পাটওয়ারী, মেম্বার ফারজানা ইসলাম, ইকরা ইসলামসহ ক্লাবের অন্যরা এবং বিভিন্ন পর্যায়ের রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্টবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়