সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০

মুরাদ-নাহিদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা

মুরাদ-নাহিদের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি ও মোঃ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চাঁদপুর আদালতে। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হলেন চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, ১নং আসামী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এবং ২নং আসামী একজন ডিজিটাল মিডিয়া উপস্থাপক। গত ১ ডিসেম্বর ১নং আসামী সাক্ষাৎকার প্রদানকারী উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য রাখেন, যে কোনো নারীর জন্য সেটি মর্যাদাহানিকর ভাষা। যা পরবর্তীতে ১নং আসামী তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার ও প্রকাশ করেন। বাদী তার মামলাতে আরও উল্লেখ করেন, ১নং এবং ২নং আসামী সামাজিক প্ল্যাটফর্মে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় সজ্ঞানে এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ও বক্তব্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর পরিবার এবং তার কনিষ্ঠতম সদস্য ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান-অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে ভিডিওটি প্রকাশ এবং প্রচার করেছেন, যেটি সার্বিকভাবে জিয়া পরিবারের সদস্যদের সাথে সাথে সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর এবং অপমানজনক।

তবে সোমবার রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের আদেশ হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়