সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা ॥ আহত  ৫
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনেই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সোমবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক নিয়ে মিছিল করার সময় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মোট ৫ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদের (আনারস) সমর্থক শাহাজালাল, মনির হোসেন ও ফরিদ হোসেন। অপরদিকে একইদিন দুপুরে উপজেলার ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী (চশমা) অহিদুর রহমান এবং তার নাতি মোঃ তানভির হোসেন হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২জনকে চিকিৎসার জন্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীক নিয়ে সমর্থকসহ মিছিল করে। এক পর্যায়ে নৌকার প্রার্থীর সমর্থকরা ওই দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলায় চালায়।

চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ বলেন, মিছিল করায় ২নং বালিথুবা ইউনিয়নের নৌকার প্রার্থী জিএম তাবাচ্ছুমের সমর্থকরা আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জনকে আহত করেছে। ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী অহিদুর রহমান বলেন, নৌকার প্রার্থী শরীফ খানের সমর্থকরা আমার উপর ও আমার নাতি তানভিরের উপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। তবে এক চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়