প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
বুধবার সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
সাহিত্য একাডেমী চাঁদপুরের নিয়মিত মাসিক সাহিত্য আসর এবং ‘সুবর্ণশতক’ বইয়ের পাঠ পর্যালোচনা ও বিজয় দিবস দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল ২২ ডিসেম্বর ২০২১ বুধবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাহিত্য একাডেমীর সকল পর্যায়ের সদস্য, সাহিত্য আসরে অংশগ্রহণেচ্ছুক ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় বিজয়ী সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত।